ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ফের মাঠে নামছে বাংলাদেশ। আজ (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।






তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এদিন আইরিশ অধিনায়ক টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও অভিষেক ঘটেছে তৌহিদ হৃদয়ের। ব্যথা পেয়ে দল থেকে ছিটকে গেছেন মেহেদি মিরাজ। তার পরিবর্ত খেলছেন ইয়াসির আলী রাব্বি।






বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।