ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গ্রেফতারের পর তাকে গাজীপুরে নেওয়া হচ্ছে। শনিবার (১৮ মার্চ) ঢাকা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাহিকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।






একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। মাহিকে গ্রেফতারের বিষয়ে তিনি জানান, আজ সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহি সৌদি আরব থেকে দেশে ফিরেন। ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।






এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন মাহি ও তার মামা। এসময় মাহিকে গ্রেফতার করে তার মামাকে ছেড়ে দেয় পুলিশ।






গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার ইব্রাহিম হোসেনের নেতৃত্বে গ্রেফতার করা হয় এই নায়িকাকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি হুইল চেয়ারে বসিয়ে মাহিকে বিমানবন্দর থেকে বের করছে পুলিশের কয়েকজন সদস্য।






এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।






এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।