সাকিব কাণ্ডে মুখ খুললেন পাপন!

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শেষ হয়েছে গত রবিবার। সেদিন ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বে ইংলিশদের বাংলাওয়াশ করার অনন্য এই কীর্তি গড়ে টাইগাররা। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে অভাবনীয় এই জয়ের পর চারদিকে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে হচ্ছে আলোচনা। শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ক্রিকেটাররা। তবে এর মধ্যেই টাইগারদের অবিস্মরণীয় জয়ের নায়ক সাকিব জড়ালেন বিতর্কে।

দেশজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হওয়ার পরও ইংল্যান্ড সিরিজ শেষে সাকিব গতকাল বুধবার (১৫ মার্চ) রাতে দুবাইয়ের সেই আলোচিত ‘আরাভ জুয়েলারি’ উদ্বোধন করতে গিয়ে ফের তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির ভিড় ঠেলে ওই প্রতিষ্ঠানে এলেও ১০ মিনিটের মাথায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।

পুলিশ হত্যা মামলার আসামির জুয়েলারি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাকিবের বিতর্কে জড়ানো নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমি জানি না। আমি জানি না সে (সাকিব) কোথায় গেছে। ’

সাকিবের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমি কিছুদিন আগে জানতে পেরেছি সাকিব বিদেশে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করবেন। কিন্তু আমি জানতাম না, সে কোথায় যাবে। আমি আজকেই সাকিবের দুবাই সফরের বিষয়ে জানতে পেরেছি। বোর্ডের অন্য কর্তারা কেউ এই বিষয়ে জানে কি না, আমি সে ব্যাপারেও নিশ্চিত নই। ’

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আরাভ জুয়েলার্স উদ্বোধনের সংবাদের পর থেকেই আলোচনায় আসেন জুয়েলার্সের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের মারফত জানা গেছে, ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যাকাণ্ডের পর পালিয়ে ভারতে চলে যান সে সময় ৩০ বছর বয়সী রবিউল ইসলাম। সেখানে বিয়ে করেন। পরে ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। সেই পাসপোর্ট দিয়েই পাড়ি জমান দুবাইয়ে। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী।