সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধন করে স্টেজে না উঠেই ১০ মিনিটের মধ্যে চলে গেলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, অলরা’উন্ডার সাকিব আল হাসান।






এ ঘট’নায় আক্ষেপ প্রকাশ করেছেন অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী বাংলাদেশি।
বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি রেঞ্জ রোভার গাড়িতে (এফ-৫৫৫৯০) করে দুবাইয়ের দেরা বাজারে আসেন দেশসেরা আলরাউন্ডার।






তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বা’ধিকারী আরাভ খান।
এর আগে, অনুষ্ঠানস্থলে যান উপ’স্থাপক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী বেলাল খান’সহ প্রমুখ। স্থানীয় সময় বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধনী আয়োজন শুরু হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান ক্রেতা’দের সাকিবের সই করা জার্সি ও ব্যাট উপহার দেওয়ার ঘোষণা দেন আরাভ খান।






দুবাইয়ে আরাভ জুয়েলার্স এর শুভ উদ্বোধন করেন ক্রিকেট সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
উদ্বোধনের পর হিরো আলমের দেখা মিললে ও দেখা মিলেনি ফারদান প্রার্থনা দীঘির।