দুবাইয়ে দারুণ সময় কাটাচ্ছেন হিরো আলম!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন হিরো আলম। তিনি দেশের গণ্ডি পেরিয়ে অতিথি হয়ে বিদেশ গেছেন একটি জুয়েলারি দোকান উদ্বোধন করতে।

সেখানে অতিথি হিসেবে হিরো আলমের পাশাপাশি আরও আছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের সাকিব আল হাসান, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, গায়ক নোবেলসহ আরও অনেকে।

দুবাইয়ের ওয়াল ফেমাস গোল্ড মার্কেট প্লেসে অবস্থিত গোল্ডের দোকান উদ্বোধনের জন্য রোববার (১২ মার্চ) রাতেই ঢাকা ত্যাগ করেন হিরো আলম। বর্তমানে দুবাই শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার প্রমাণ মেলে তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুবাইয়ের একটি সুইমিং পুলে গোসলের ছবি ও বাজপাখি হাতে ভিডিও প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে হিরো আলম লিখেছেন- ‘দুবাইয়ে আরাফাত ভাইয়ের বাসার সুইমিংপুলে একটু গা ভেজালাম।’

অপর একটি ছবির ক্যাপশনে তিনি আরও লিখেছেন- ‘দুবাইয়ের শেখদের রাজকীয় পাখি এখন হিরো আলমের হাতে।’

দুবাই থেকে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘দারুণ সময় পার করছি। এখানে অনেক দেশের তারকারা এসেছে। আমিও আমন্ত্রিত। এখানের বিখ্যাত সব জায়গায় যাওয়ার ইচ্ছে আছে।

দুবাইয়ের ঐতিহ্যবাহী বাজপাখির সঙ্গেও ছবি তুলেছি। এখানে সময়গুলো দারুণ কাটছে। আনন্দের সময়গুলো ভক্ত-দর্শকদের সঙ্গে ভাগাভাগি করব।’

হিরো আলম জানান, উদ্বোধন অনুষ্ঠান শেষে দুবাইয়ে বেশ ক’দিন থাকবেন তিনি। দেখা করবেন প্রবাসী ভাই-বোনদের সঙ্গে। তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করব।’

সব ঠিক থাকলে আগামী রোববার দেশে ফিরবেন তিনি।