দুবাইয়ে একটি সুইমিংপুলে গা ভেজাচ্ছে হিরো আলম!

এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের নিউ গোল্ড সুকে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের সেই প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।

সাকিবের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশের আলোচিত কনটেন্ট নির্মাতা হিরো আলম। থাকবেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেলের মতো আরও অনেকে।

ইতিমধ্যে দুবাইয়ের একটি সুইমিং পুলে দেখা গেছে হিরো আলমকে। আরাভ জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন হিরো আলমও। তিনি বলেছেন, ‘আমি হিরো আলম আগামী ১৫ মার্চ আসতেছি ডুবাই। দেখা হবে, কথা হবে, মাস্তি হবে।

তিনি আরও বলেন, সবাই বলেন, খালি হিরো আলম কবে ডুবাই আসবে। আর দেরি না। আগামী ১৫ মার্চ সন্ধ্যে ৭ ঘটিকায়। আমি হিরো আলম আসতেছি। শুনলে অবাক হবেন, অনেক দেশ থেকে বড় বড় তারকা আসতেছে।’

এদিকে সাম্প্রতিক সময়ে স্বর্ণের ব্যবসায় দুবাই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি যেমন স্বর্ণের দোকানে কাজ করে থাকেন, তেমনই আবার বেশ কয়েকটি স্বর্ণের দোকানের মালিকানাতেও আছেন কয়েকজন প্রবাসী।