তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে ইংল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ইংলিশ বোলারদের পিটিয়ে আজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন দাস। তার অনবদ্য ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে টাইগাররা।






মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ইংলিশদের বাংলাওয়াশ করার লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। শামীম পাটোয়ারি দলে ফেরার পাশাপাশি অভিষেক হয়েছে তানভীর আহমেদের।






বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাজে বল সীমানা ছাড়া করেছেন দুজন। সেই ধারাবাহিকতায় দুজনের ব্যাটে প্রথমবারের মতো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায় টাইগাররা।






দারুণ শুরুর পর দলীয় ৫৫ রানে বিদায় নেন রনি। আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন তিনি। এর আগে ২২ বলে করেন ২৪ রান। রনি বিদায় নিলেও অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকেন লিটন।






সেই ধারাবাহিকতায় ৪১ বলে ফিফটির দেখা পেয়ে যান লিটন। ফিফটির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন এ ওপেনার। একপর্যায়ে নিজের আগের ক্যারিয়ারসেরা ৬৯ রান পেরিয়ে যান লিটন। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি।






রানের গতি বাড়াতে গিয়ে ৭৩ রানে সাজঘরে ফেরেন লিটন। নাজমুল হোসেন শান্ত ছিলেন চেনা ফর্মে। তিনি ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে ৬ বলে ৪ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।