বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ সফরে আইরিশরা তিনটি ওয়ানডে সমান সংখ্যক টি টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে। রোববার (১২ মার্চ) সকালে ঢাকা হয়ে সিলেটে পৌঁছায় আইরিশরা।






এই সফরের জন্য দুই ম্যাচের ওয়ানডে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ। তাকে বাদ দিয়েই নির্বাচকরা ১৬ জনের দল বেছে নিয়েছেন।






আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়,






মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।