যে কারণে অপুকে কোলে নিতে গিয়ে উল্টে পড়েছিলেন নায়ক নিরব!

‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউডের নায়িকা অপু বিশ্বাস আর নায়ক নিরব হোসাইন। নাচের শেষ অংশে অপুকে কোল তোলার চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা।

তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন। ইতোমধ্যে তাদের পড়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নিরবকে নিয়ে কটু মন্তব্য করছেন নেটিজেনরা। এমনকি অপু বিশ্বাসকে বডি শেমিংও করছেন অনেকে। যা অপু ও নিরবের নজরে এসেছে। এবার সেই বিপত্তির আসল কারণ জানালেন নায়ক।

নিরবের ভাষ্য, অনেকেই মনে করছেন অপুর ওজন বেশি, যে কারণে তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গেছি। কিন্তু ঘটনা আসলে তা নয়। মূল সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিলো খুবই স্বল্প। ফ্লোর ছিল টাইলস করা, একেবারে পিচ্ছিল। সেখানে আটজন নৃত্যশিল্পীসহ আমরা দুজন পারফর্ম করছিলাম। হাত-পা খুলে নাচার মতো অবস্থা ছিল না।

তিনি আরও বলেন, অপু যে ড্রেস পরেছিল, সেটির নিচের অংশ ছিল সিনথেটিক ফেব্রিক্স। নাচের মধ্যে তাকে তুলতে গিয়ে আমি পা স্লিপ করে পড়ে গিয়েছিলাম। এটা নিছকই দুর্ঘটনা।