বিবাহিত হোক কিংবা অবিবাহিত পুরুষদের মধ্যে অনেকেই গোপনে অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন।






একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান, তার অর্থ হলো তিনি বিবাহিত জীবনে সুখী নন এমনটিই জানাচ্ছেন সম্পর্ক বিষারদরা।






এক সমীক্ষায় দেখা গেছে, বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি। একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন।






তবে তার মধ্যে অন্যতম হলো যদি কোনো পুরুষ ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আকৃষ্ট হন তাহলে বুঝতে হবে তিনি তার দাম্পত্য জীবনে সুখী নন।






বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দাম্পত্যে দূরত্ব সৃষ্টি হলে কিংবা একঘেয়েমি বোধ হলে অনেক পুরুষই অন্যের স্ত্রীর প্রতি বিশেষ নজর দেন। বেশিরভাগ অসুখী পুরুষই অন্য নারীতে আকৃষ্ট হয়ে পড়েন স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ায় বা বোঝাপোড়া ভালো না হওয়ার কারণে।






এছাড়া একজন বিবাহিত পুরুষ অন্য বিবাহিত নারীদের প্রতি নজর দেন নিজের ভালো লাগার জন্য। পুরুষরা নতুন জিনিস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন, তা হোক সে ব্যক্তিগত কিংবা পেশাগত জীবনে। এটি তাদের যৌবনের দিনগুলোর অনুভূতি দেয়।