চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, লক্ষ্য থাকে ডট বল করার: হাসান!

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। ওয়ানডেতে দারুণ সাফল্য পেলেও টি-টোয়েন্টিতে এখনো শক্তি দেখাতে পারেনি টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বল করা পেসার হাসান মাহমুদ জানান, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি ডট বল করার লক্ষ্য থাকে তার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে পেসার হাসান মাহমুদ জানান, বর্তমান টি-টোয়েন্টি দলটিই বাংলাদেশের অন্যতম সেরা। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। ধারাবাহিকতা ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’

ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে এমন প্রশ্নের জবাবে তরুণ এই পেসার বলেন, ‘অবশ্যই ৫০০ উইকেট। বিপিএল আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার। বেশিরভাগ ম্যাচেই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে।’ প্রথম ম্যাচে ডেথ ওভারে দারুণ বোলিং করেন হাসান।

ডেথ ওভারের চ্যালেঞ্জ নিয়ে ডট বল করতে পছন্দ করেন বলেও জানান তিনি। হাসান মাহমুদ বলেন, ‘যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা উপভোগ করি।’