পাকিস্তানের পেসার হাসান আলীর স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল।






‘এমন দারুণ সৌন্দর্য দেখে চোখ ফেরানো অসম্ভব। সে নিশ্চয়ই অনেকের মন কেড়েছে।’- হাসান আলীর স্ত্রী সামাইয়া আরযুকে জায়ান্ট স্ক্রিনে দেখে ধারাভাষ্যে এভাবেই বলেছেন সাইমন। তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। নেটিজেনরা বলছেন, একজন সাবেক ক্রিকেটার হয়ে আরেক ক্রিকেটারের স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি তার। জিও টিভির খবর।






ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য করে এখনও ক্রিকেট দুনিয়ায় যুক্ত আছেন সাইমন ডুল। আন্তর্জাতিক ইভেন্ট আর বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাভাষ্য করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার।






আবার বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যে সমালোচিতও হয়েছেন বহুবার। চলমান পিএসএলে সেই রকম একটি মন্তব্য করে আবারও খবরের শিরোনামে এসেছেন সাইমন ডুল।