ব্রয়লারের কেজি ২৫০ টাকা নিয়ে যা বললেন ভোক্তার ডিজি!

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেছেন, ব্রয়লার মুরগির কেজি ২৫০ টাকা কেন তা খতিয়ে দেখা হবে।

বৃহস্পতিবার ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ে পাইকারি ও খুচরা পোল্ট্রি ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় এসব কথা বলেন অধিদফতরের ডিজি।

ভোক্তা অধিদফতরের ডিজি বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট মুরগির অযৌক্তিক মূল্য নির্ধারণ করছে। এক্ষেত্রে ডিবির নজরদারি বাড়ানোর দরকার প্রত্যেক দোকানে মূল্য তালিকা লাগাতে হবে। অন্যথায় বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, কয়েকদিন বিভিন্ন পাইকারি মুরগির বাজার ও দোকানে তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিদফতর। এসময় নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যবসায়ীদের অধিদফতরে তলব করা হয়েছিল।