এক জীবনে আর কি চাওয়ার থাকতে পারে: মাহিয়া মাহি!

জীবনের সবচেয়ে সুখের সময় পার করছেন মাহিয়া মাহি। তার প্রথম সন্তান ধরণীর আলো দেখার অপেক্ষায়। স্বামী এবং পরিবারের যত্নআত্তিতেই কেটে যাচ্ছে মাহিয়া মাহির দিন। এরই মধ্যে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পা রাখার পর স্বামীর সঙ্গে মাহি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেগুলোতে মাহিকে কালো বোরখায় এবং তার স্বামীকে সাদা পোশাকে দেখা যায়।

মাহিয়া মাহি এর আগেও স্বামীকে নিয়ে ওমরাহ পালন করেছেন। এবারের ওমরাহ পালনের প্রসঙ্গে ঢাকাই সিনেমার এ অভিনেত্রী বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে।

আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এদিকে নিজেদের একটি ছবি ফেসবুকে দিয়ে তার ক্যাপশনে মাহি লিখেছেন, আলহামদুলিল্লাহ। এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে এক জীবনে?

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।