পটুয়াখালীর রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রের মানুষ!

পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা আন্তর্জাতিক ক্বারি সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কণ্ঠে কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ।

ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী ও সাইয়্যেদা নাইমা খাতুনের সন্তান মুসতানজিদ বিল্লাহ ১৯ মে ২০০৩ সালে রাজধানীর ঢাকাতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফ এলাকায়।

জানা গেছে, তিনি ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশন এবং সভা সেমিনারে কোরআন তেলাওয়াত করে একাধিক পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে প্রতি বছর রমজান মাসে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে কোরআন তেলাওয়াত করে আসছেন।

বাংলাদেশের খ্যাতিমান হাফেজ উস্তাদুল কুর্রা ওয়াল হুফ্ফাজ শাইখ ক্বারি নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কোরআন এবং সুন্নাহ মাদরাসা ঢাকাতে পড়াশোনা করে ২০১৩ সালে কোরআনুল কারিম মুখস্থ সম্পন্ন করেন। এরপর ক্বারি ডিগ্রি অর্জন করেন।

এরপর থেকেই তিনি জাতীয় পর্যায়সহ বিভিন্ন টেলিভিশন এবং সভা সেমিনারে প্রশংসনীয় কোরআন তেলাওয়াত করছেন। বিভিন্ন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন।

২০১৮ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে বর্তমানে সিটি বিশ্ববিদ্যালয় অব নিউইয়র্কে অধ্যয়নরত আছেন। যুক্তরাষ্ট্রেও বিভিন্ন অনুষ্ঠান ও সেমিনারে কোরআন তেলাওয়াত করে সবার মন কেড়েছেন।

বর্তমানে তিনি ড. শাইখ আব্দুল ফাত্তাহ ত্বারুতি আযহারি হাফি. এবং শাইখ মুস্তাজিবুর রহমান আল-আযহারি হাফি. এর কাছে মিশর জামেয়া আল-আযহার থেকে ১০ ক্বেরাত পড়ছেন।

ক্বারি সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানী বলেন, আমি মৃত্যু পর্যন্ত যাতে মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি।