পরিবারের লোকজনের অ’জান্তে পানিভর্তি বালতিতে ডু’বে যায় ১৪ মাসের শি’শু!

ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিবারের লোকজনের অজা;ন্তে পানিভর্তি বালতিতে ডুবে ১৪ মাস বয়সি এক শি;শুর মৃ;ত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হা;রিনা গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই শিশুর নাম ম;রিয়ম আক্তার। সে দক্ষিণ হারিনা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

নি;হ;ত শিশু;র পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে শিশুর মা রান্না করছিলেন। এ সময় শিশুটি পরিবারের লোকজনের অ;জান্তে হা;মাগু;ড়ি দিয়ে বস;ত ঘরের বাইরে চলে যায়।

পরে শি;শুটি বাড়ির উঠানে কলপাড়ে থাকা পানিভর্তি একটি বালতিতে ডুবে যায়। টের পেয়ে পরিবারের সদস্যরা বালতি থেকে শিশুটির লা;শ উ;দ্ধার করে।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান ঘটনার সত্য;তা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘট;নাস্থলে গিয়েছে।

এ দুঃখজনক ঘ;টনার তদ;ন্ত করা হচ্ছে।