রোজাদার মায়ের ইফতারি কিনতে বের হয়ে লা’শ হলেন কাতার প্রবাসী সুমন!

রাজধানীর সিদ্দিক বাজারে বি;স্ফো;রণে ;নি;হ;ত সুম;নের বোন বলেন, আমার ভাই কেন যে বিদেশ থেকে আসল? আমার মায়ের জন্য ইফাতারি কিনতে গেছিল। আমার ভাই তো শেষ। আমার ভাইকে কই পাব?’

আজ মঙ্গলবার ৭ মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বিলাপ করতে করতে এসব কথা বলছিলেন সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহত সুমনের বোন।

এদিকে নি;হ;;তে;র বন্ধু সাকিব জানান, সুমন কাতারে ছিলেন। দুই সপ্তাহ আগে দেশে ফিরেছেন।

আজকে শবে বরাত। মা রোযা থাকায় তার জন্য ইফতারি কিনতে সুমন গিয়েছিল সিদ্দিকবাজারের গলিতে। সেখানেই বি;স্ফো;রণে মা;রা যান।

এ সময় খালা জানান, সুমন বিয়ের উদ্দেশ্যে দেশে এসেছিল। কিন্তু সব কে;ড়ে নিল আমার বো;নের। বিলাপ করে বলছিলেন, আল্লাহ তুই আমারে নিয়া যা, আমার বইন পোলাকে দিয়ে দে!