নিজেকে বলিউডের কারিনা কাপুরের সাথে তুলনা করলেন বাংলাদেশের অভিনেত্রী বর্ষা!

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। বিভিন্ন উৎসবে বিগ বাজেটের সিনেমায় নায়িকা হিসেবে দেখা যায় তাকে। এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে তার। তবে এর মাঝেই সোমবার (৬ মার্চ) ইনস্টাগ্রামে এক স্টোরি দিয়েছেন তিনি।

আর সেই স্টোরিকে কেন্দ্র করে আবারও আলোচনায় অভিনেত্রী বর্ষা। সেই স্টোরিতে দেখা গেছে, কারিনা কাপুর, সাইফ আলি ও তাদের ছোটপুত্র জাহাঙ্গীর এবং

সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রীর মেয়ে সারা আলি খানকে। সেই ছবির নিচে বর্ষা লিখেছেন ‘আমি বাংলাদেশের কারিনা কাপুর। এর জন্য আমি গর্ব বোধ করছি।’