প্রেমিকের ডাকে ইবিতে এসে আ’পত্তি’কর অব’স্থায় ধরা ইডেন ছাত্রী!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক প্রেমিক যু;গলকে আ;প;ত্তি;কর অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপ;ত্তা কর্মীরা।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় লেক থেকে প্রধান নিরা;পত্তা ক;র্মক;;র্তা আবদুস সালাম সেলিম ও ;নি;রাপত্তাক;র্মী তোফাজ্জল হোসেন তাদের আ;টক করেন। পরে তাদেরকে প্রক্টর অফি;সে নিয়ে যাওয়া হয়।

এ সময় তাদের বিয়ে;র কথা বললে এতে অ;সম্মতি জানান প্রে;মিকা।

জানা যায়, আট’ক হওয়া ওই ছেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ও লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। এবং মেয়ে ঢাকার ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

আটক হওয়া ছেলের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের সুজলপুর ও মেয়ের বাড়ি খুলনা জেলার পাইকগাছার আলমতলা গ্রামে বলে জানা গেছে।

এদিকে ফেসবুকে যোগাযোগেমাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ছেলের ডাকে গত ৪ মার্চ ক্যাম্পাসে আসে ওই মেয়ে। ক্যাম্পাসে আসলে ছেলে তাকে তার এক বান্ধবীর হলে রাখেন।

পরে সোমবার সকালে বিশ্ববিদ্যালয় লেক থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।

ছাত্র উপদেষ্টা বলেন, ছাত্রী আমাদের হেফাজতে আছে। তার বাবাকে খবর দেওয়া হয়েছে। তার বাবা এসে মেয়েকে নিয়ে যাবে। তাদের বিয়ে দেবেন কি না, এটা তাদের পারিবারিক বিষয়।

এ বিষয়ে সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে যাই। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

এরপর তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে ছেলেকে বিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে এবং মেয়েকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছি।