ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ শেষ হয়েছে গতকাল। এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ের মূল হাতিয়ার ছিলেন সাকিন আল হাসান। এবার ফ্রান্সে সাঁতার কাটলেন দেশের শীর্ষ অ্যাথলেট সাকিন আল হাসানের সঙ্গে সুবর্ণা মুস্তাফা।






গতকাল প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক পূর্ণ করলেন সাকিব আল হাসান। এই সাফল্যে খুশির ঢেউ ছড়িয়ে পড়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় টাইগারদের টেস্ট অধিনায়ককে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। এই তালিকায় রয়েছেন শোবিজের তারকারাও।






৬ মার্চ সোমবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি লিখেছেন, ‘অভিনন্দন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি, যিনি ওয়ানডেতে ৩০০ উইকেট পেয়েছেন। তুমি সবসময় আমাদের গর্বিত করেছো। জয় বাংলা।’






উল্লেখ্য, বাঁ-হাতি স্পিনার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। তার আগে, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে পান ৩২৩ উইকেট। অন্যদিকে ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।