বুবলীর ছেলের ছবি পোস্ট করলেন বর্ষা, অনন্তর মেয়ের বিয়ের খবর দিলেন অপু!

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলীর সম্পর্ক ভালো যাচ্ছে না বহুদিন ধরেই। প্রায় সময়ই একে অন্যেকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। এই দুই নায়িকার সম্পর্কের ফাটলকে ঘিরে তারকারাও পড়েন বিপাকে।

কারণ অপুর সঙ্গে যাদের সম্পর্ক ভালো তারা বুবলীর হয়ে কিছু বলতে পারেন না। আবার বুবলীর পক্ষে যারা বলেন তাদেরকে অপু বিশ্বাসের সঙ্গে দেখা যায় না।

এবার তেমনি এক ঘটনা সামনে এলো। যেখানে তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। গতকাল অপু বিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বাবা শাকিব খান।

আর সেটার কিছু সময় পর, রাত ১১টার দিকে শবনম বুবলীর সঙ্গে সন্তানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।। যেখানে তিনি ক্যাপশন জুড়ে দিয়েছেন ‘সুন্দর’।

বিষয়টি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। আজ সোমবার সকালে অপু একই ক্যাপশনে একটি ডিভিও শেয়ার করেছেন, আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। সেই ভিডিও দেখে ভক্তদের জেনে যাওয়া কথা- অনন্ত জলিল আরো একটি বিয়ে করেছিলেন! তার একজন মেয়েও আছে!

এই ঘটনার মেলবন্ধ রহস্য খুঁজতে যাদের সময় লাগছে তাঁদের জন্য বলে রাখা ভালো- চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার। আর সে কারণে জয়ের ভিডিও শাকিব শেয়ার করায়, বুবলীর ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ার অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর’।