স্বামীকে নিয়ে আবারও ওমরাহ পালনে গেলেন নায়িকা মাহি!

স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ রোববার সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে মক্কা-মদিনার উদ্দেশে দেশ ছাড়েন মাহি ও তার স্বামী

মাহির স্বামী কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী।

এর আগে ২০২১ সালের নভেম্বরে স্বামীকে নিয়ে মাহি ওমরাহ পালনে গিয়েছিলেন। মাহি ওই সময় বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। তাই আপাতত কোনো সিডিউল রাখছি না।

এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।

এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এর পর রাকিবকে বিয়ে করেন মাহি।