শাহরিয়ার নাজিম জয় ইন্টারভিউ নেওয়ার জন্য আমার পিছনে ঘুরেছে : হিরো আলম!

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী উত্তম কুমার নির্মাণ শুরু করেছিলেন ভাস্কর্যটির।

সম্প্রতি এর কাজ প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছেন হিরো আলম। ভাস্কর্য তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল কয়েক বছর আগে।

এদিকে কয়েকদিন আগে ভাস্কর্যের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হিরো আলম। এরপরই সেই ছবিটি নিজের টাইমলাইনে পোস্ট করে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘হিরো আলমকে নিয়ে যারা লাফায়, তাদের থামাতে পারে একমাত্র সরকার।’

গত বৃহস্পতিবার (২ মার্চ) ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে হিরো আলম প্রসঙ্গে জয় লেখেন, ‘বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো, উন্নত হলো, বিনয়ী হলো, বিবেকবান হলো, কর্মে ব্যস্ত হলো। মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিকারহীনভাবে জনগণের ওপর চাপিয়ে দিলো এক অদ্ভুত বিনোদন।’

এবার অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে এক হাত নিলেন হিরো আলম। আজ শনিবার (৪ মার্চ) হিরো আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, অতীত ভুলে গেছে শাহরিয়ার নাজিম জয় ইন্টারভিউ নেওয়ার জন্য হিরো আলমের পিছনে ঘুরেছে অথচ আজ সমালোচনা করে এদেরকে আর কি বলবো কিছুই বলার নেই আপনারাই বলেন এরা কেমন মানুষ।

একদিন এই শাহরিয়ার নাজিম জয় কে আমার জীবন কাহিনী বলতে গিয়ে আমার চোখের পানি ঝরে ছিল হে আল্লাহ এদেরকে হেদায়েত দাও।‘