বিয়েতে সব নারী চান একটু সুন্দর দেখতে। সম্প্রতি বিয়ের আগে মেক আপ করাতে বিউটি পা;র্লারে গিয়েছিলেন এক তরুনী। তবে বিউটিশিয়ানের দেওয়া প্রসাধন সামগ্রী মুখে লাগাতেই ঘটে বিপত্তি।






মুখ ফুলে ঢোল হয়ে গেল তার। যার জেরে ভেঙে গেছে বিয়ে। ভারতের কর্নাটকের হাসান জেলার আরাসিকেরে গ্রামের এ ঘটনা ঘটে। পাত্রী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে শুধু একটি ঘটনা পরিবর্তন করে ফেলে তার সম্পূর্ণ জীবন। কেননা পাত্রীর মুখ ফুলে কালো হয়ে যাওয়া দেখেই বিয়ে করতে অ;স্বীকার করেন পাত্র।






পাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই বিউটিশিয়ানের বিরুদ্ধে পুলিশের কাছে অভি;যোগ দায়ের করা হয়েছে।
ইতোমধ্যে ওই বিউটিশিয়ান এর বি;রু;দ্ধে ব্যাবস্থা গ্রহণ করছে পুলিশ। মেক আপ করাতে গিয়ে বিপাকে পড়া পাত্রীর অভি;যোগ, গঙ্গা নামের ওই বিউটিশিয়ান তাকে অভিনব সাজে সাজিয়ে দেবেন বলে প্রতি;শ্রুতি দিয়েছিলেন।






সেই মতো অভিযুক্ত তার মুখে প্রসাধনী লাগিয়ে গরম বাষ্প দিতে শুরু করেন। আর সেই গরম বাষ্পের কা;রণেই তার মুখ পুড়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন পাত্রী।
ওই পাত্রীর পরিবার গ;ঙ্গার বিরুদ্ধে থানায় অভি;যোগ দায়ের করার পর পু;লিশ তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও পু;লিশ সূত্র জানিয়েছে।