বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বাড়ির লোহার গেইট চাপা পড়ে এক শি;শু নি;হ;ত ও আরেক শি;শু আ;হ;ত হয়েছে।






শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বা;ড়িতে এই ঘটনা ঘটে। নি;হ;ত শি;শু; জাইরিন (৪) নয়া পাড়া এলাকার আব্দুল জলিল কো;ম্পানির মেয়ে।
এই ঘটনায় আব্দুল জলিল কোম্পানির ছোট ভাই নাজু’র মেয়ে মনি (৫) গুরুত;র আ;হ;ত হলে তাকে চট্ট;গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।






নি;হ;ত পরিবারের সূত্রে জানা যায়, বাড়ির সামনে উঠানে বাচ্চা দুইজন খেলছিল। এক ;ফাঁ;কে শি;শুরা খেলতে খেলতে গেইটে উঠলে হঠাৎ বড় লোহার গেইট খুলে পড়ে দুইজনই চাপা পড়ে। ঘটনাস্থলে জাইরিন এর মৃ;ত্যু ঘটে এবং মনি গু;রুতর আ;হ;ত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাটি ম;র্মা;ন্তিক। আমি গজালিয়া ইউনিয়নে পার্বত্য ম;ন্ত্রীর প্রো;গ্রামে চলে আসায় আমার সন্তান ও স্ত্রী কে ওখানে পাঠিয়েছি। আমি শো;ক;সন্তপ্ত পরিবারের প্রতি সমবে;দনা জানাই।






ফাইতং পুলি;শ ফাঁ;ড়ির আই;সি শামীম শেখ বলেন, কারো কোন অ;ভিযোগ না থাকা;য় লা;শটি দা;ফন কা;পনের ব্য;বস্থা ক;রতে ব;লা হয়েছে।