নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে মাং;স কম দে;ওয়াকে কে;ন্দ্র করে ব;রপ;ক্ষ ও ক;নেপ;ক্ষের মধ্যে সং;ঘ;র্ষের ঘটনা ঘ;টেছে। এ ঘটনায় বরের বাবা নি;হ;ত হয়েছেন।






শুক্রবার (৩ মার্চ) রাতে জলঢাকার আমরুলবাড়ী গ্রামের বগু;লাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কনের বাবা আনারুল ইসলাম ও স্থানীয় একজনকে আ;ট;ক করেছে পুলি;শ। নি;হ;ত বরের বাবা নুর মোহাম্মদ রং;পুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে গতকাল শুক্রবার রাতে জলঢাকা পৌর এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আ;ক্তারের সঙ্গে নু;র মোহাম্মদের ছেলে আ;লীর বিয়ে সম্প;ন্ন হয়।






বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যান বর আলী। তবে বিয়েতে কনে বাড়িতে বরপক্ষের একশ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই’শ অতি;থি আসায় খাওয়ার সময় মাং;স কম হওয়া নিয়ে বাগ;বিত;ণ্ডার সৃ;ষ্টি হয়।
ক;থাকা;টাকা;টির একপ;র্যায়ে সং;ঘ;র্ষ শু;রু হয়। এসময় ক;নেপ;ক্ষের লো;কজনের মা;রধ;রে গু;রুতর অ;সুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মা;রা যান। খবর পেয়ে ম;রদে;হ; উ;দ্ধার করে;ছে পু;লিশ।






স্থানীয় আব্দুল বারিক ফাহিম ঢাকা পোস্টকে বলেন, কনে নিয়ে আ;গেই চলে যায় বর। বরের বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে বলেন মাং;স কম হ;ইছে, আপ্যায়ন কম হইছে। এ কথা বলাতে ক;নেপ;ক্ষের সঙ্গে বরপ;ক্ষের ক;থাকা;টাকা;টি হয়। এক;প;র্যায়ে বরের বা;বাকে মা;র;ধ;র করে ক;নেপ;ক্ষের লো;কজন।
এ বিষয়ে জানতে বরের পরিবারের সঙ্গে যো;গা;যো;গের চে;ষ্টা করলেও তাদের ব;ক্তব্য পা;ওয়া যায়নি।






জলঢাকা থানা পু;লিশের ভারপ্রা;প্ত ক;র্মক;র্তা (ওসি) ফিরোজ কবীর ঢাকা পো;স্টকে বলেন, ম;রদে;হ ম;য়নাতদ;ন্তে পা;ঠানোর প্র;স্তুতি চলছে। এ বিষয়ে মা;মলা হয়েছে। ক;নের বা;বাসহ দু;ইজনকে আ;ট;ক ক;রেছি।