ইংরেজিতে ফেল করে ম্যাচ শেষে বড় বয়ান দিলেন অধিনায়ক তামিম ইকবাল!

বাংলাদেশের ফাঁরাক কি দেখিয়ে দিলো ইংল্যান্ড? প্রথম ওয়ানডেতে স্লো উইকেটে ধৈর্য্যের পরীক্ষায় হারে বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারলো দ্রুতগতিতে রান তুলতে। ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানের টার্গেটে বাংলাদেশে গুটিয়ে গেলো মাত্র ১৯৪ রানে।

ম্যাচ হেরে ধারাভাষ্যকারের হারের কারণ নিয়ে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিমের মতে, বল হাতে দারুণ শুরুর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ফলে বড় স্কোর গড়ার কাজটা সহজ হয়ে যায় ইংল্যান্ডের। ব্যক্তিগতভাবে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে দায়ী না করে তামিম বললেন, দলগতভাবে পারফর্ম করতে পারেনি তার দল।

তামিম বলেন, ‘আমি মনে করি আমরা যেভাবে বোলিং শুরু করেছি তা হতাশাজনক ছিল। প্রথম ৪-৫ ওভারে কিছুটা সুইং ছিল এবং আমরা রানআউটের কয়েকটি সুযোগ পেয়েছি কিন্তু আমরা সেগুলো নিতে পারিনি।

আপনি যখন এই ধরনের একটি খেলায় হারেন, অনেক লোকের দিকে আঙুল তুলতে পারেন কিন্তু আমি মনে করি আমরা একটি দল হিসেবে ভালো করতে পারিনি।

বোলিংয়ে বাজে ভুল করার পর ব্যাট হাতেও শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। বিশেষ করে বড় রান তাড়া করতে নেমে যেমন উড়ন্ত সূচনা দরকার, তা করতে ব্যর্থ হয় টাইগাররা।

তামিম বললেন বড় রান তাড়ায় দ্রুতগতিতে রান তোলা দরকার ছিলো। সেটা করতে গিয়ে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়েছেন নিজেও। সাকিব ছাড়া আরকেউই সেভাবে মেলে ধরতে পারেনি।

তামিম আরো বলেন, ‘আপনি যখন প্রথম ২-৩ ওভারে তিনটি উইকেট হারান, তখন এটি খুব কঠিন হয়ে যায়। আমি এবং সাকিব নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি।

আমার শটটি আজ বের হয়নি কিন্তু আমি অনুভব করেছি যে আমরা যখন ৩০০ এর বেশি তাড়া করছিলাম তখন এভাবেই খেলতে হতো। সাকিব যে অভিপ্রায় দেখিয়েছিল তা ভাল ছিল, কিন্তু দুঃখের বিষয় এটি স্থায়ী হয়নি। আমরা চেষ্টা করবো সিরিজটা ভালোভাবে শেষ করতে।’