সালমান শাহ্ পরিবারের আ’পত্তি সত্ত্বেও মুক্তি পেলো ‘বুকের মধ্যে আ’গুন’!

চার বছরে ২৭ সিনেমা করে যিনি অজেয় হয়ে আছেন বাংলা চলচ্চিত্রে, তিনিই সালমা;ন শাহ্। তবে মাত্র ২৪ বছর বয়সে অস্বাভাবিক এক মৃ’;ত্যু;তে থেমে যায় এই অম’র নায়কের পথচলা। সেটি কি হ’;ত্যা, নাকি আ;ত্মহ’;ত্যা;; সেই জট খো;লেনি দীর্ঘ ২৭ বছরেও।

তবে তার থেকেও বিস্ময়কর তথ্য হলো, মূলত সেই মৃ’;ত্যু; র’হ;স্যের জট খোলার চিত্রনাট্য নিয়ে ভা’রতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আ’গুন’।

প্ল্যাটফর্ম ভারতীয় হলেও এর নির্মাতা-অ’ভিনেতা বাংলাদেশি। সিরিজটি নির্মাণের ঘোষণা প্রকাশের পর সালমান শাহ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আ’পত্তি,

পাঠানো হয়েছে আইনি নোটিশ। বিশেষ করে সালমান শাহের মা নীলা চৌধুরী ও মামা আলমগীর কুমকুম এ বিষয়ে জো;’র আ;পত্তি জানান এই ও্য্বব সিরিজ নিয়ে ।

সালমান ভক্তদের মধ্যেও এটি নিয়ে তৈরি হয় অসহিষ্ণুতা-প্রতিবাদ। ধারণা করা হচ্ছিল, স্প’র্শকাতরতার বিচারে সিরিজটি প্রকাশে পিছু হটবে সংশ্লিষ্টরা।তবে তার কোনোটাই আর হলো না, অনেকটা হুট করে রাতের অন্ধকারে বৃহস্পতিবার (২ মা’র্চ) হইচই অ্যাপে উন্মুক্ত হয় সিরিজটি। প্রকাশের পর

মুহূর্তেই ভাই’রাল। যেটি দেখে পুরোনোরা তো বটেই, এ প্রজন্মের দর্শকরাও স্পষ্ট হলেন গল্পটি আসলে কোন নায়কের জীবন থেকে হুবহু নেওয়া।যেখানে সালমান শাহের আদলে দেখা গেছে ইয়াশ রোহানকে, স্ত্রীর (সামিরা) মতো দেখা গেছে তমা মির্জাকে, নায়কের মা নীলা চৌধুরীর মতো লেগেছে তানিয়া আহমেদকে,

রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদের গেটআপে তৌকী’র আহমেদ, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের অবয়বে তারিক আনাম খানকে।

আ’লোচিত এই ওয়েব সিরিজে মোটামুটি সালমান শাহ কেন্দ্রিক তৎকালীন সব চরিত্রকেই নির্মাতা পর্দায় হাজির করিয়েছেন কাছাকাছি গেটআপে। যেটি দেখে ৯০ দশকের দর্শক-নির্মাতা-শিল্পী-সাংবাদিকরা হুবহু

মিল খুঁজে পাচ্ছেন সালমান শাহের জীবনের গল্পের সঙ্গে। তবে ঠিক কোন তারকার মৃ;’ত্যু র’হস্য এই সিরিজের উপজীব্য, সেই নামটি নির্মাতা তানিম রহমান অংশু উল্লেখ করেননি সচেতনভাবেই।

যদিও সিরিজটি দেখার পর নির্মাতা বা সংশ্লিষ্টদের মুখ খুলে কিছু বলারও নেই। যেখানে অপূর্ব অভিনয় করেছেন এই মৃ’;ত্যু র’হ;স্য উন্মোচনের তদন্ত কর্মকর্তা এএসপি গোলাম মামুনের চরিত্রে।

এখানেই শেষ নয় সিরিজের নামটিও মনে করিয়ে দেয় সালমান শাহ্‌র কথা। কারণ, এই নায়কের শেষ সিনেমার নাম ‘বুকের ভেতর আ;গুন’। আর অপূর্ব অভিনীত অংশুর সিরিজটির নাম ‘বুকের মধ্যে আ’গুন’!

অবশ্য, নির্মাতা বরাবরই বলছেন এটি সালমান শাহর জীবন অবলম্বনে নির্মিত নয়। বিপরীতে সালমান শাহর মা নীলা চৌধুরী জানালেন, এই বিষয়ে তিনি আবারও আইনের দ্বারস্থ হবেন।

নীলা চৌধুরী জানান, ‘এটা যে আমার সন্তান এবং আমার পরিবারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। এর জন্য তারা আমা’র কাছ থেকে অনুমতি নিতে পারতো।

নেয়নি। আমা’র কথা হলো, যে হ’;;ত্যা র’;হস্য ২৭ বছরেও প্রকাশ করতে পারলো না আইনশৃঙ্খলা বাহিনী, সেটা তারা কেমন করে নাট’কের মাধ্যমে প্রকাশ করছে?

তারা নাট’ক না বানিয়ে আ’দালতে গিয়ে সাক্ষ্য দিলেই তো আমরা জানতে পারতাম। ২৭টি বছর আমি ল’ড়াই করছি খু’;;নিকে ধরার জন্য, অথচ তারা নাকি নাট’ক দিয়ে সেটি দেখাবে! এটা হতে পারে? আমি আইনের কাছে যাবো তাদের বি’রুদ্ধে।’

অপরদিকে হইচই-এ সিরিজটি প্রকাশের পর থেকে চারদিকে সাড়া পড়ে গেছে। কারণ, সিরিজের চরিত্রগুলো ফিল্ম ইন্ডাস্ট্রির চেনামুখ! যারা সুপারস্টার সালমানকে ঘিরে ছিলেন সেই সময়টাতে। যার মধ্য দিয়ে সালমানের সেই সময়কার জীবনের প্রায় সবটুকুই তুলে ধরেছেন অংশু।

বিশেষ করে তার পর্দা ও ব্যক্তিজীবন, এমনকি সালমানের মায়ের সঙ্গে কোন রাজনীতিকের প্রেম ছিল, সেটিও! তবে সিরিজের শেষে সালমান শাহর মৃ’ত্যু;র’হস্য কতটা উদঘাটিত হয়; সেটি পাঠকদের জানিয়ে স্পয়লার দেওয়া ঠিক হবে না।