এবার জার্মানি থেকে হজের উদ্দেশে সাইকেলে করে রউনা হন সিরিয়ান গাজী জসিম শেহাদেহ।
কিন্তু মক্কায় পৌঁছানোর পর মৃ;ত্যু;র কোলে ঢলে পড়লেন তিনি।






খবর সিয়াসাত ডেইলি‘র। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় তার পরনে ইহরামের পোশাক ছিল।
এদিকে হজ করার জন্য ৫৩ বছর বয়সী বৃদ্ধ জার্মানি থেকে সাইকেল নিয়ে বের হন।
দীর্ঘ ৭৩ দিনের সাইকেল যাত্রা শেষে মক্কায়ও পৌঁছান তিনি। এরপরই হার্ট অ্যাটাকে তার মৃ;ত্যু হয়।






গত ২০২২ সালের ২২ অক্টোবর জার্মানির হামবার্গ থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশে তিনি সাইকেল যাত্রা শুরু করেন।
মক্কায় পৌঁছানোর পর গত ১৭ ফেব্রুয়ারি তার মৃ;ত্যু হয়। ওই দিন ছিল পবিত্র শবে মেরাজ।




