প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাই, হাসপাতালে মৃ’ত্যু!

প্রেমিকাকে নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শি;কার হয়ে আ;রাফাত হোসেন ইমন (২০) নামের এক যু;বকের মৃ;ত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চি;কিৎসা;ধীন অব;স্থায় তার মৃ;ত্যু হয়।

ইমন উপজেলার জঙ্গলখাইন ইউনি;য়নের পাই;রুল গ্রামের এম;দাদ হোসেন খোকনের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলি;শ ফাঁ;ড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন,

গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আনো;য়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন এলাকায় প্রেমি;কাকে নিয়ে পালানোর সময় গণধোলাইয়ের শি;কার হ;ন আ;রা;ফাত হোসেন ইমন।

পরে তাকে আ;শঙ্কা;জনক অবস্থায় চমেক হাস;পাতালে ভ;র্তি করানো হয়।

বৃহ;স্পতিবার স;কালে চিকি;ৎসা;ধীন অ;বস্থায় তার মৃ;ত্যু হয়।