জায়েদ খান মানেই আলোচনা, ভক্তদের জন্য বিনোদনের খোরাক। কখনও নির্বাচন নিয়ে, কখনও বা সিনেমার শুটিংয়ে গিয়ে; আবার কখনও তিনি দর্শক মাতাচ্ছেন কণ্ঠে সুর তুলে।






এভাবেই তাকে দেখে অভ্যস্ত তার ভক্তরা। কিন্তু কদিন ধরে এসবের একটিতেও তাকে দেখা যাচ্ছে না। কী হয়েছে এই নায়কের! কোথায় আছেন তিনি। সব প্রশ্নের উত্তর মিলবে অভিনেতার ফেসবুকের সাম্প্রতিক পোস্টগুলো দেখলেই।






দেশের সীমানা পেরিয়ে জায়েদ এখন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকেই একের পর এক ছবি প্রকাশ করছেন ভক্তদের জন্য। কোথায় যাচ্ছেন, দিচ্ছেন সেটারও চেকইন।
শুভাকাঙক্ষীরা এসে লিখছেন প্রিয় অভিনেতার জন্য শুভেচ্ছার বার্তা। কেউ বলছেন, এভাবেই আসলে জীবনটা উপভোগ করে যাচ্ছেন তিনি।






গত ২১ ফেব্রুয়ারি বুকে বাঘের ছবি দেয়া সাদা টিশার্ট পরে ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘টাইগার ইন মুম্বাই’। এরপর থেকে একের পর এক ছবিসহ পোস্ট দিয়ে যাচ্ছেন তিনি।
কখনও পরছেন লাল হাফপ্যান্ট, কখনও কালো সানগ্লাস আবার কখনও নায়ককে দেখা যাচ্ছে অসংখ্য কবুতরের মাঝে মাটিতে বসে আছেন।






বুধবার দুপুরে কালো হাফপ্যান্ট, কালো টিশার্ট আর কালো সানগ্লাস পরে বেশ স্টাইলিশভাবে দাঁড়িয়ে একটি ছবি দিয়ে জায়েদ চেকইন দিয়েছেন, ‘মুম্বাই’। ভক্তরাও যেন ঝাপিয়ে পড়েছেন প্রিয় অভিনেতার পোস্টে।






তবে এসবের মাঝেও একজনের কমেন্ট ছিল চোখে পড়ার মতোই। তিনি খলনায়ক মিশা সওদাগর।
নায়কের ছবির নিচে এই খলনায়ক লিখেছেন, ‘জীবনটা ভোগ কইরা গেলা ভাই।’