বিদেশ গিয়ে কাজে যোগ দেওয়ার আগেই না ফে’রার দেশে নুরনবী!

জীবিকার তাগিদে ওমানে গিয়ে হৃ;দরো;গে আ;ক্রা;ন্ত হয়ে মো. নুরনবী (৪০) নামে চট্টগ্রামের মী;রস;রাইয়ের এক যু;বকের মৃ;ত্যু হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) ওমান যান তিনি।

পরের বুধবার (১ মার্চ) সকালে কর্মস্থলে যাও;য়ার পথে হৃ;দরো;গে আ;ক্রা;ন্ত হয়ে মৃ;ত্যুবরণ করেন নুর নবী।

নুরনবী মী;রসরাই উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম কুরুয়া হাজি মনিরুজ্জামান বাড়ির ম;রহু;ম আমির হোসেনের ছেলে।

জানা গেছে, পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে গত ২২ ফেব্রুয়ারি ওমানে পাড়ি জমান। ১ মার্চ তিনি প্রথম দিন কাজে যাওয়ার পথে সড়কে হৃ;দ;রো;গে আ;ক্রা;ন্ত হয়ে মা;রা যান। তার মৃ;ত্যুর খবরে বাড়িতে শো;কের মাতম চলছে।

একই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মো. বাবুল বলেন, আমরা একই রুমে থাকতাম। বুধবার প্রথম দিন সকালে কাজে যাওয়ার সম;য় হৃ;দরো;গে আ;ক্রা;ন্ত হয়ে অ;সুস্থ হলে তাকে হা;সপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ;ত ঘো;ষণা করেন। তার লা;শ এখনও ওই হাসপা;তাল ম;র্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শে;ষে লা;শ দেশে ফে;রত আনতে ক;য়েক;দিন সময় লাগবে।

১৪নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, নুরনবীর মৃ;ত্যুর খবর শুনে খুব খা;রাপ লাগছে।

পরিবারের ভাগ্য ফেরাতে মাত্র এক সপ্তাহ আগে প্রবাসে পাড়ি জমান তিনি। তার মৃ;ত্যুতে পরিবার;টি অস;হায় হয়ে পড়লো।