নামাজের রুকুতে গিয়ে মৃ’ত্যুর কো’লে ঢ’লে পড়লেন আব্দুল জব্বার!

ময়মনসিংহের নান্দাইলে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃ;দ্ধে;র মৃ;ত্যু হয়েছে। বুধবার (১ মার্চ) যো;হরের নামাজের সময় উপজেলার আচাঁর;গাও ইউনিয়নের ধ;রগাঁও উ;কুন্দি;পাড়া গ্রামের আল আকসা জামে মসজিদে এ ঘ;ট;না ঘ;টে।

নি;হ;ত আব্দুল জব্বার ওই এলাকার মৃ;ত আ;ই;য়ুব আ;লীর ছেলে।

আচাঁরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইস;লাম রেনু এই তথ্য নি;শ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুল জব্বার নিয়;মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তিনি খুব ভাল মানুষ ছিলেন। ঘটনার দিন বুধবার যোহরের নামাজের জন্য মস;জিদে যান।

সুন্নাত না;মাজ আ;দায় করে ফরজ নামাজের জন্য ইমামের পিছনে জামাতে অং;শগ্রহণ করেন।

ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের রুকু করতে গিয়ে ঢলে পড়েন। তৎক্ষণাৎ মসজিদের কয়েকজন মুসুল্লি তাকে মসজিদ থেকে বের করে মাথায় পানি ঢেলে দ্রু;ত কি;শোর;গঞ্জ সদর হা;স;পা;তালে নিয়ে যায়। সেখানে ক;র্ত;ব্যরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃ;ত ঘো;ষণা করেন।

নি;হ;তের ভা;গ্নে মোজাম্মেল হক বলেন, তিনি দী;র্ঘদিন যাবত উ;চ্চ-র;ক্ত;চাপসহ শা;রী;রিক জটি;লতায় ভু;গ;ছিলেন। তবে তিনি স্বা;ভাবিক চলাচলে স;ক্ষম ছিলেন।

যোহ;রে;র নামাজ প;ড়তে গিয়ে ফ;রজ নামাজের দ্বি;তীয় রাকাতে রু;কুতে গিয়ে ঢলে পরে মা;রা গেছেন।