ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন রনি তালুকদারসহ নতুন তিন মুখ। দলে নতুন মুখ পেসার রেজাউর রহমান, বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। ফিরেছেন শামীম হোসেন ও রনি তালুকদার।






সবশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।
বিপিএলে বল হাতে উড়েছেন তানবীর ইসলাম। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই স্পিনার নিয়েছেন ১৭ উইকেট। ওভার প্রতি ৬.৩৬ রান দিয়েছেন। সেরা পারফরম্যান্স ৩৩ রানে ৪ উইকেট। সর্বোচ্চ উইকেটের পুরস্কারও পেয়েছিলেন এ ক্রিকেটার।






ব্যাট হাতে রনি তালুকদার ও তৌহিদ হৃদয় দু্যতি ছড়িয়েছেন আপন ছন্দে। রংপুর রাইডার্সের ওপেনার রনি ৩৫.৪১ গড়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেন। ব্যাটিং করেছেন ১২৯.১৭ স্ট্রাইকরেটে। চার মেরেছেন ৫১টি আর ছক্কা ১২টি। ফিফটি ছিল ৩টি। জাতীয় দলের হয়ে রনি এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছেন। সাত নম্বরে নেমে ২১ রান করেন। এরপর তাকে আর নেওয়া হয়নি। ৮ বছর পর তাকে আবার ফেরানো হলো জাতীয় দলে।






এছাড়া তৌহিদ হৃদয় ছিলেন দুর্বার। বলা চলে এবারের বিপিএলের আবিস্কার ডানহাতি ব্যাটসম্যান। যুব বিশ্বকাপ জয়ী এ ক্রিকেটার ১৪০.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৪০৩ রান করেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন তৃতীয় স্থানে। শুরুতে ইনজুরিতে আক্রান্ত না হলে হৃদয় থাকতে পারতেন শীর্ষে। ফিফটি পেয়েছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ ৮৫ রানে ছিলেন অপরাজিত। চার মেরেছেন ৪৩টি আর ছয় ১৩টি। ওয়ানডের পর তাকে নেওয়া হয়েছে টি-টোয়েন্টি দলেও।






শামীম হোসেন পাটোয়ারী এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন। বিপিএলে এবার তেমন ভালোও করেননি। ১২ ম্যাচে ৮ ইনিংসে ১৭৫ রান করেছেন। তবে তার ৭১ রানের ইনিংসটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। তেমনি রেজাউর রহমান রাজার পারফরম্যান্স। ৮ ম্যাচে ১৩ উইকেট পেয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের এ পেসার।
চট্টগ্রামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ মিরপুরে। তৃতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দল এখনো ঘোষণা করেনি বিসিবি।






প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানবীর ইসলাম।