পার্কের ঝুপড়ি ঘরে তরুণ-তরুণীর জীব বিজ্ঞানের ক্লাস!!

পার্কের ঝুপরি ঘরে প্রেমের নামে অসামাজিক কাজের অভিযোগ পেয়ে অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় তরুণ-তরুণীর জানালেন তারা জীব বিজ্ঞানের ক্লাস করছেন। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর চিকলী বিল পার্কে। বুধবার (১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

অভিযানে গিয়ে দেখা যায়, রংপুর নগরীর চিকলী বিল পার্কে ছোট ছোট ঝুপরি ঘর। প্রত্যেকটি ঘরে দেখা যায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা প্রেমে নিরিবিলি সময় কাটাচ্ছেন।

এমন সময় বেরসিক ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে এখানে কি করছেন প্রশ্ন করতেই প্রেমিক যুগল জানালেন, তারা জীব বিজ্ঞানের ক্লাস করছেন। একই কলেজে পড়েন তারা। একে অপরের বন্ধু হয়। পরে ম্যাজিস্ট্রেট সতর্ক করে, তাদের পাঠিয়ে দেন বাড়িতে। এমন করে অনেকগুলো প্রেমিক যুগলকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে অস্থায়ী ভিত্তিতে তৈরি করা ঝুপরি ঘরগুলো ভেঙে দেওয়া হয় এবং অস্থায়ী ভিত্তিতে ঝুপরি ঘরের মালিকদের সতর্ক করে দেওয়া হয়।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুর সিটির মধ্যে বিনোদন পার্ক চিকলী বিল পার্ক। এই পার্কে ঝুপরি ঘর নিয়ে অনেক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে কয়েক দফা অভিযান পরিচালনায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা এটি নিয়মিত অভিযানের মধ্যেই রেখেছি। আমরা চাই সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হউক। সব বয়সের মানুষ বিনোদনের জন্য চিকলী পার্কে আসুক।