প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ নুসরাত ফারিয়ার, আংটি বদলের পর ৯ বছরের সম্পর্কের ইতি

বিচ্ছেদ ঘোষণা করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিলো তার। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিলেন যে, রনিকে তিনি বিয়ে করবেন না।

নুসরাত লেখেন, তিন বছর আগে এই দিনেই আমাদের সম্পর্কের কথা, আংটি বদলের কথা ঘোষণা করেছিলাম। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ৯ বছরের সম্পর্কে এখানেই ইতি টানছি। আমরা ভাগ্যবান যে আমাদের মধ্যে অসাধারণ বন্ধুত্ব রয়েছে। যা সারা জীবন বেঁচে থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্খীদের কাছে আবেদন আমার এই কঠিন সময়ে যেন আমার পাশে থাকে।

২০২০ সালের মার্চ মাসে বাগদান সেরেছিলেন নুসরাত। আংটি বদলের ছবি সকলের সঙ্গে ভাগ করে তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন- আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে বাগদান সম্পন্ন হয়েছে।

সেই সময় নায়িকা আরো লেখেন- করোনা পরিস্থিতির মাঝে আচমকাই আমাদের আংটি বদলের অনুষ্ঠান হয়। তবে পরিস্থিতি ঠিক হলে সবাইকে দাওয়াত দেওয়া হবে।

নুসরাতের প্রাক্তন রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তবে কী কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নায়িকা? তা যদিও এখনো স্পষ্ট হয়নি।

প্রসঙ্গত, দুই বাংলায় চুটিয়ে কাজ করছেন নুসরাত ফারিয়া। অঙ্কুশের সঙ্গে নুসরাতের জুটি দর্শকপ্রিয়। কিছু দিন আগেই ‘বিবাহ অভিযান ২’-এর শুটিংয়ের জন্য ব্যাংককে উড়ে গিয়েছেন অভিনেত্রী।