‘প্রতি মিনিটে চুমু খাই আমরা একে অপরকে’! নিন্দুকদের জবাব শুভশ্রীর!

২১ ফেব্রুয়ারি ছিল রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনে বেশ ঘটা করেই আয়োজন করেন শুভশ্রী। মধ্যরাত থেকেই কেক কেটে শুরু হয় উদযাপন। রাতের পার্টি প্রতি মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি দেন শুভশ্রী। স্বামীকে প্রকাশ্যে আদরের এই ছবি দেখেই চটেছিলেন অনুরাগীদের একাংশ।

কেউ বলেছেন, ‘সবটাই লোক দেখানো’, অনেকের মন্তব্য, ‘এই কেমন বিধায়ক’! ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ। স্ত্রীকে প্রকাশ্যে আদর! এটা কখনো বিধায়কসুলভ আচরণ হতে পারে? তবে এই প্রথম নয়, বিভিন্ন সময় রাজের সঙ্গে ‘লিপলক’- এর ছবি দিয়ে নিন্দকদের প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। এবার তাদের উত্তর দিলেন শুভশ্রী।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই। আর এটা আমরা করে যাব। শুধু চুম্বন নয়, রাজের রাজনৈতিক পরিচিতির কারণে অনেক সময়ই কটাক্ষের শিকার হতে হয়েছে শুভশ্রীকে, টানা হয়েছে ছেলে ইভানকেও। এই প্রসঙ্গে নায়িকা জানান, তিনি ও তার পুরো পরিবার ভীষণ পজিটিভ সব বিষয়েই।

শুভশ্রীর কথায়, আমরা আমাদের কর্মফলে বিশ্বাসী, আমরা প্রতিটা মুহূর্ত বাঁচি। এক মুহূর্তে নষ্ট করতে চাই না এই জীবনের। তাই এ ধরনের কুকথায় খুব একটা পাত্তাও দিই না।

মার্চে মুক্তি পাবে শুভশ্রী অভিনীত প্রথম সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। রাজ ব্যস্ত তার প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিংয়ে।