সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে সাহাদ আলী (৩০) নামে এক যুবক লিবিয়াতে গিয়ে মা;ফি;য়া চ;ক্রের নি;র্যা;তনে মা;রা গেছেন। এ ঘটনায় গ্রামে মা;তম চলছে।






নি;হ;তের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাজের জন্য দা;লালদের মাধ্যমে পৈতৃক ভিটেমাটি বি;ক্রি করে চার লাখ টাকা দিয়ে লিবিয়া গিয়েছিলেন সাহাদ আলী।
তার ইচ্ছে ছিলো আয় রোজকার করে ইটালি গিয়ে অস্বচ্ছল পরিবারের স্বচ্ছলতা আনবেন। কিন্তু সেখানে গিয়ে মাফিয়া চক্রের কবলে পড়ে তাদের কথামতো টাকা দিতে না পেরে নি;র্যা;তনে মা;রা যান তিনি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) লিবিয়াতে মৃ;ত্যু হয় সাহাদ আ;লীর। তিনি বনগাঁও গ্রামের কৃ;ষক মৃ;ত. তবারক আলী ও গৃ;হিণী হাজেরা বিবি দ;ম্পতি;র ছো;ট ছেলে।






এর আগে, ২০২২ সালের ২১ মে চার লাখ টাকা দিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের দালাল শাহীনের মাধ্যমে লিবিয়া যান সাহাদ আলী।
সেখানে পরিচয় হয় ব্রাহ্মণবাড়িয়ার দালাল সা;দ্দামের সঙ্গে। ওই বছরের নভেম্বর মাসে সাদ্দাম তাকে মা;ফি;য়া চ;ক্রের হা;তে তুলে দেন। তখন মা;ফিয়া চ;ক্র তার পরি;বারের কাছে ২০ লাখ টাকা মু;ক্তিপ;ণ চায়।






সাহাদ আলীর ভাই সজ্জাদ মিয়া জানান, দালাল শাহীন ও সাদ্দাম দেশে ব্যাংকে তাদের স্বজনদের মাধ্যমে টাকা নিয়েছে। টাকা নিয়েও আমার ভাইকে নি;র্যা;তন করে মে;রে ফেলেছে।
বনগাঁও গ্রামের তরু;ণ ইমাদ উদ্দিন আকাশ জানান, মাফি;য়া চ;ক্রের হা;তে নি;র্যা;তনের খবর পেয়ে আমরা এলাকার লোকজন দরিদ্র পরিবারের এ ছেলেকে বাঁচাতে চাঁ;দা তুলে আরও দেড় লাখ টাকা পাঠাই। এরপরও মা;ফিয়া চ;ক্র তাকে বাঁ;চ;তে দিল না।






জ;গ;ন্নাথপুর থানা ভারপ্রা;প্ত ক;র্মক;র্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘ;ট;নাটি দুঃখজনক। পরিবা;রের প;ক্ষ থেকে অ;ভি;যোগ পেলে দা;লা;লদের বি;;;রু;দ্ধে ব্যব;স্থা নে;ওয়া হবে।