স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকার অনশন, উধাও প্রেমিক!

শরীয়তপুরে সখিপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে গত দুইদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করে অনশন করছেন এক তরুণী। ওই তরুণী বাড়িতে যাওয়ার পর থেকেই উধাও হয়ে গেছে প্রেমিক ও তার মা। এ ঘটনায় সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার সখিপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রবিবার সন্ধ্যায় সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাচিকাটা কান্দি (পতনা) প্রেমিকের বাড়িতে ঐ যুবতী বিষ পান করে নিজের জীবন নেয়ার চেষ্টা চালায়।

জানা গেছে, ওই তরুণী সখিপুরের কাঁচিকাঁটা কান্দি (পতনা) এলাকার মৃত জানশরীফ বেপারীর মেয়ে। তার প্রেমিক একই গ্রামের মৃত মরন আলী লস্করের ছেলে।

এ বিষয়ে কথা হয় ওই তরুণীর সঙ্গে। তিনি জানান, স্কুলজীবন থেকে তারা একে অপরকে পছন্দ করেন। ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে মালতীর পরিবার একাধিকবার বিয়ে ঠিক করলেও প্রেমিক আনোয়ার লস্কর সেই বিয়ে ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার বলেন, বিষয়টি জেনেছি। যেহেতু থানায় লিখিত অভিযোগ হয়েছে তাই আইনি জটিলতার কারনে তাদের নিয়ে আর বসা হয়নি।

সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি)আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঐ মেয়ে ডিবোর্সি নারী। তবে মেয়েটি যদি আইনের সাহায্য চায়, তাহলে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।