দেশে অবহেলিত আফতাব আহমেদ, প্রধান কোচের দায়িত্ব নিতে পরিবার সহ আমেরিকা যাচ্ছেন!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর কোচিং ভালোভাবেই সামলাচ্ছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট সহ আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা হয়েছে আফতাব আহমেদের।

ডিপিএল ও বিপিএলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের টি-টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্স দলের হয়ে কাজ করেছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের

একটি দলের প্রধান কোচ হিসাবে কাজ করতে যাচ্ছেন আফতাব আহমেদ। আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ারের হয়ে কাজ করবেন সাবেক এই টাইগার।

সম্প্রীতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আফতাব বলেন, “আটলান্টা ফায়ারের হয়েই সেখানে যাচ্ছি। ওখানে বর্তমানে মাইনর লিগ রয়েছে। সামনের বছর ওরা একটা মেজর লিগ দিবে। ওদের একাডেমি আছে, যা নিয়ে বিভিন্ন প্ল্যান রয়েছে তাদের”

“এটা মোটামুটি বড় পরিসরের পরিকল্পনা। সম্ভবত পরবর্তী মাসে আমি আমেরিকায় চলে যাচ্ছি। একেবারে নয়, তবে মোটামুটি পরিবার নিয়েই যাচ্ছি। প্রথমে আমেরিকার ক্লাবে যুক্ত হব”

“ইনশাআল্লাহ এরপর আস্তে আস্তে সেখানকার জাতীয় দল বা অন্য কিছু নিয়ে চিন্তা করব। বাইরে কোচিংয়ের শুরুতে আটলান্টা ফায়ারের হয়ে কাজ করব। আমি যে সামনের মাসে যাব এটা হয়তো অনেকে জানে না। যাওয়ার আগেই সবাইকে জানাব ইনশাআল্লাহ।”