বলিউডের বর্তমান সময়ের হট সেনসেশন দিশা পাটানি। নিজের রূপ দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই খোলামেলা অবতারে দেখা মেলে দিশার। নিজের বোল্ড লুকের জন্যই মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকেন তিনি। তার একাধিক বোল্ড ছবি প্রায়ই ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে।






এদিকে বিকিনি ছবিতে দিশা পাটানি এতদিন নেটিজেনদের একাংশের কটাক্ষ শুনে আসলেও, এবার এই অভিনেত্রীর সাম্প্রতিক একটি বিকিনি ছবিতে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা-অভিনেত্রীরা যেসব ছবি শেয়ার করেন অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো এডিট করা থাকে। ত্বকের কোনো খুঁত প্রকাশ করতে চান না তারকারা।






তবে দিশা পাটানি সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যানিমাল প্রিন্টেড বিকিনি পরে যে ছবিটি পোস্ট করেছেন, ওই ছবিতে দিশার নিতম্বে স্ট্রেচ মার্কস নজর এড়ায়নি ভক্তদের। স্ট্রেচ মার্কস লুকানোর চেষ্টা করেননি বলে অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা।






দিশার ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচুর শেয়ার, লাইক ও কমেন্টও করেছেন নেটিজেনরা। ছবির কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘দিশারও স্ট্রেচ মার্কস আছে! এখন আমি শান্তিতে থাকতে পারি।’ আরেকজন লিখেছেন, ‘শরীরে স্ট্রেচ মার্কস থাকাই যে স্বাভাবিক সেটা দেখানোর জন্য ধন্যবাদ।’ কারো মন্তব্য, ‘ফিল্টার ছাড়া ছবি পোস্ট করতে মনে জোর লাগে, আপনি প্রকৃত সাহসী।’ আবার কেউ লিখেছেন, ‘চাঁদেরও কলঙ্ক আছে…।’
একসময় অভিনেতা টাইগার শ্রফ এবং দিশা পাটানির সম্পর্ক ছিল বলিউডে ওপেন সিক্রেট। প্রায়শই ছুটি কাটাতে একসঙ্গে বিদেশ উড়ে যেতেন তারা। তবে গতবছর তাদের সম্পর্ক ভেঙে যায়।