বলিউডের পাওয়ার কাপল কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং সাইফ আলি খান (Saif Ali Khan)। বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে আভিজাত্য সবেতেই আলাদা






করে নজর কাড়েন এই জুটি। আরো একটি কারণে ইন্ডাস্ট্রির বাকি জুটিদের থেকে আলাদা ‘সাইফিনা’। আর তা হলো তাঁদের মধ্যে বয়সের পার্থক্য।
১১ বছর বয়সে স্বামীর প্রথম বিয়ে খেতে গিয়েছিলেন কারিনা






এর জন্য কম ট্রোল হতে হয় না সাইফ কারিনাকে। বুড়ো বয়সে কচি মেয়ে বিয়ে করার জন্য এখনো পর্যন্ত কটাক্ষ সইতে হয় অভিনেতাকে। সাইফের থেকে প্রায় ১০ বছরের ছোট কারিনা।






বয়সের এতটা ফারাক, উপরন্তু ডিভোর্সি, দুই সন্তানের বাবা সইফকে বিয়ে না করার জন্যই কারিনাকে পরামর্শ দিয়েছিলেন অনেকে। কিন্তু কারোর কথাই কানে তোলেননি অভিনেত্রী।






বেবোর স্বামী হওয়ার আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেছিলেন সাইফ। তাঁর প্রথম স্ত্রী আবার তাঁর থেকে বেশ বড় ছিলেন।
প্রথম বিয়ে থেকে দুই সন্তান হয় সাইফের, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। হাস্যকর ব্যাপার হল, অভিনেতার প্রথম বিয়েতে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন কারিনা।






১৯৯১ সালে বিয়ে হয় সাইফ অমৃতার। খুবই কম বয়সে বিয়ে করে নিয়েছিলেন শর্মিলা পুত্র। অমৃতা অবশ্য সে সময়ে নামী অভিনেত্রী ছিলেন। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। অতিথিদের তালিকায় ছিল কাপুর পরিবার তথা করিনাও। সে সময়ে বেবো মাত্র ১১ বছরের কিশোরী।






শোনা গিয়েছিল, ছোট্ট কারিনা নব বিবাহিত দম্পতিদের শুভেচ্ছা জানাতে সাইফ নাকি বলেছিলেন, ‘থ্যাঙ্ক ইউ বেটা’। যদিও সেটা গুজব বলেই দাবি করা হয় বলিউডের অন্দরে।
অমৃতার সঙ্গে অবশ্য বিয়েটা খুব বেশিদিন টেকেনি সইফের। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৭ সালে কারিনার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। তারপর ২০১২ সালে বিয়ে করেন সাইফ- কারিনা।