কলকাতার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পা/র্নো মিত্র। ক্যারিয়ারে বেশ কিছু দর্শ/কপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে অভিনয় দিয়ে মণিকোঠায় জায়গা






করে নিয়েছেন সি/নেমা/প্রেমীদের। সম্প্রতি অভিনেত্রীর বাবা নেই এবং মাও চোখে দেখতে পান না বলে জানিয়েছেন তিনি।
শুধু ভারতে নয়, বাংলাদেশেও মোস্তফা সরও/য়ার ফারু/কী নির্মিত ‘ডুব’ সিনেমাতেও অভিনয় করেছেন পা/র্নো। তবে পর্দায় অভিনেত্রীকে ঝকমকে দেখালেও, বাস্তব জীবনে এর পেছনে লু/কিয়ে রয়েছে অনেক কষ্ট ও সংগ্রামের গল্প।






রচনা ব্যানার্জি সঞ্চালিত ভারতের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দিদি নাম্বার-১’-এ উপস্থিত হয়েছিলেন পা/র্নো। আর সেখানেই নিজের সংগ্রামী জীবনের গল্প শুনিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ইতোমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।






অভিনেত্রী বলেন, আমার বাবা ২০১৩ সালে মা/রা যান। তারপর থেকে পরিবারের পুরো দায়িত্ব কাঁধে নিতে হয়েছে আমাকে। বর্তমানে অসুস্থ মা ও এক মামাতো
বোনকে নিয়েই আমার পরিবার। বাবা মারা যাওয়ার ঠিক তিন মাস আগে পড়ে গিয়ে পা ভেঙে যায় আমার মায়ের। এরপর থেকে আর উঠতে পারেন না তিনি।






পা/র্নো আরও বলেন, এরপর আমি নতুন বাড়ি কিনি। কিন্তু গৃহপ্র/বেশের ঠিক কয়েকদিন আগে আমার মা চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন, বর্তমানে পুরোপুরি চোখে দেখতে পান না তিনি। মা’র অনেক টেক কেয়ার করতে হয়। চিকিৎসক বলেছেন, এটি স্নায়ু/জনিত সমস্যা এবং এটা আর কখনও ঠিক হবে না।
অনুষ্ঠানে অভিনেত্রীর মুখে এসব কথা শুনে রীতিমতো হতবাক হয়ে যান সবাই। এমনকি দীর্ঘ দিন ধরে একই ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করলেও এসব কথা জানতেনই না অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার সঙ্গে সঞ্চা/লক রচনাও ব্যাপক বিস্মিত হয়েছেন।