একটানা ৪৫ দিন নামাজ আদায় করে সাইকেল উপহার পেল ১৪ শিশু!

শ্যামনগর খাগড়া দানা জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজী মুসল্লী ১৪ জন শিশুকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। কিছু দিন পূর্বে একজন মহান ব্যক্তি প্রতিশ্রুতি ব্যক্ত করেন ১২ থেকে ১৮ বছরের বাচ্চা যদি একটানা ৪৫ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারেন তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে।

তাহার প্রতিশ্রুতি মতে খাগড়া দানা জামে মসজিদের ১৪ জন বাচ্চা ছেলেরা শর্ত অনুযায়ী নামাজ আদায় করেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পবিত্র জুম্মার নামাজের শেষে খাগড়াদানা জামে মসজিদের কমিটি সদস্য, উপস্থিত মুসল্লীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আজিবুর রহমান এবং শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদের উপস্থিতিতে মুসল্লী নামাজি বাচ্চাদেরকে সাইকেল উপহার দেওয়া হয়।

এসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মহান ব্যক্তির জন্য দোয়া, দীর্ঘায়ু কামনা এবং তার পরিবারসহ তার আত্মীয়-স্বজন যে যেখানে মৃত্যু বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করেন উপস্থিত মুসল্লী বৃন্দ।