ওমরাহ করতে গিয়ে সড়ক দু’র্ঘ’টনায় ঝ’র’ল ২ বাংলাদেশির প্রা’ণ!

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দু;র্ঘ;ট;নায় একই পরিবারের দুই বাংলাদেশি নি;হ;ত হয়েছেন। এ ঘটনায় আ;হ;ত হ;য়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আ;হ;তদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নি;হ;তরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর পূর্বপাড়া গ্রামের আবদুল মালেক মেম্বার (৭৪) ও তার ভাগিনা শাকিল আহমেদের স্ত্রী তাসলিমা বেগম (২০)।

আর আ;হ;তরা হলেন- মালেক মে;ম্বারের ছেলে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগিনা শাকিল আহমেদ ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ আহমেদ জানান, মালেক মেম্বার দীর্ঘদিন ধরে ক্যা;ন্সারে আ;ক্রা;ন্ত ছিলেন। কয়েক মাস আগে তিনি কিছুটা সুস্থ হলে ৪০ দিনের জন্য সিলায় যেতে চান।

তখন ছেলেরা তাকে সৌদি আরবে ওম;রাহ করার জন্য আসতে বলেন। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ থেকে ওমরাহ করতে সৌদি আরবে যান। সেখান থেকে ছেলে তার গাড়িতে করে পরিবারসহ জিয়ারতের উদ্দেশে জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন।

পরে জেদ্দা-মদিনা স;ড়;কে তাদের গাড়ির সঙ্গে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মালেক মেম্বার ও তার ভাগিনার স্ত্রী তাসলিমার মৃ;ত্যু হয়। তাদের সঙ্গে থাকা বাকিরাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও জানান, দুইজনের ম;রদে;হ দেশে আনা হবে নাকি সেখানে দা;ফন করা হবে তা এখন ও সি;দ্ধান্ত হয়নি। পরিবারের সবাই মিলে সি;দ্ধা;ন্ত নিয়ে এ ব্যা;পারে ব্যবস্থা নেবেন।