দেশের জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরনকে ভিডিও এবং নাটকে জু’য়ার প্র’চা’রণার দায়ে গ্রে”পতার করেছে ডি’বি পু’লিশ। এসময় তার সঙ্গে আরও দুই’জনকে গ্রে’ফ’তার করা হয়েছে। আ’টকৃ’তদের একজনের নাম হামিদ। অপ’র’জনের নাম রায়’হান বলে জানিয়েছে পু”লিশ।






তাদের বি’রু’দ্ধে অভিযোগ, আন্ত’র্জাতিক জু’য়ার সাই’টের প্র’চা’রণা করে ভিডিও বানাতো। এজে’ন্টের মাধ্য’মে তারা বিদেশি জু”য়ার প্ল্যাট’ফর্মের বি’জ্ঞা’পনও চালা’তো। এ নিয়ে রম’না থা’নায় পুলি’শ বা’দি হয়ে মা’ম’লা দায়ে’রের পর তাদের গ্রে”ফ’তার করা হয়।
নাটকের ফাঁ’কে ফাঁ’কে বিজ্ঞা’পনী সং’লাপ। দেশের বিজ্ঞা’পনের বাজা’রে ইউটি’উব-ফেসবু’কের ভিডি’ওতে নতুন এ ধারা’র প্রচল’ন শুরু হয়েছে।
কিন্তু, এ ধা’রায় জু’য়ার বি’জ্ঞা’পন প্র’চার করছে, ‘আজা’ইরা লিমি’টেড’ নামে একটা ইউটিউব চ্যানেল। যাদের সাব’স্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন!






বিশ্বব্যা’পী জু’য়ার সাইট ও’য়ানএ’ক্সবেট, বাবুএ’ইটিএইট, ক্রি’কে’ক্স নামের জু’য়ার সাই’টের বিজ্ঞাপন বাবদ ভিডি’ওপ্রতি এক’লাখ দশ হাজার টাকা করে নি’তো প্র’ত্যয় হির’ণরা। ভার’তীয় একটি এজে’ন্সির সাথে বিজ্ঞা’পনের জন্য এজে’ন্ট হয়ে কাজ করতো আ’ব্দুল হামিদ নামের একজন।
অভি’যুক্তরা যে সাইটের বি’জ্ঞাপনের জন্য আ’টক হয়েছে একই সাই’টের সাথে চুক্তি’বদ্ধ হয়ে সমা’লোচনা’য় পড়েন ক্রি’কেট তারকা সাকিব আল হাসান। পরে চু’ক্তি বা’তিল করতে বাধ্য হন তিনি।






ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা অনলাইন জু’য়ার বি’জ্ঞাপন দিয়ে আসছিলো। ওদের গ্রে”ফ’তার করে আমরা জানতে পারি যে,
অনলা’ইন জু’য়াড়িরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে। ভারতীয় এজে’ন্টদের মাধ্য’মে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সাথে যোগাযোগ করে জু’য়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা।






প্রায় বছর’খানেক প্র’ত্যয় হিরণ’দের ওপর নজর রেখে এ সপ্তাহে রম’না থানা’য় মা’মলা করে ডি’বি পু’লিশ। কর্মক’র্তারা বলছেন, আ’টককৃ’তদের ভি’ডিও ও না’টক তরুণ ও কিশো’রদের মাঝে বেশ জন’প্রিয়।
সেখানে প্র’চারণা’র ফলে অনেকে জু’য়ায় আস’ক্ত হয়ে যাচ্ছে। ডিবি সাইবার ক্রা’ইম ইউ’নি’টের উপ-কমিশনার তা’রেক বিন রশিদ আ’রও বলেন, অনলা’ইন জু’য়া থেকে অনেক’গুলো অপ’রা’ধের জন্ম দেয়।