রমজানে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরাত!

রমজান উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম ৫০ শতাংশ কমাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেয়ারফোর সুপারমার্কেট চেইন। খাদ্য, পানীয়, গৃহস্থালি এমনকি প্রযুক্তি পণ্য থাকবে এ সুবিধার আওতায়।

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়, রমজান উপলক্ষে প্রায় ৬ হাজার পণ্যের দাম ৫০ শতাংশ কমাতে যাচ্ছে মাজিদ আল ফুতাইয়েম মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

রমজানের এ অফার ছয় সপ্তাহ প্রযোজ্য থাকবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও এক্সক্লুসিভ অফার ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে কেয়ারেফার জানায়, রমজান উপলক্ষে চলবে ‘‌আমিরাতি ফ্রেশ ফেস্টিভাল’ যেখানে টাটকা শাকসবজি ও ফলমূলে ৩০ শতাংশ মূল্য হ্রাস করা হবে।

রমজানে এমিরেটস রেড ক্রিসেন্ট ও কেয়ারফোর যৌথভাবে আরেকটি উদ্যোগ পরিচালনা করবে। এর আওতায় কোন গ্রাহক ইচ্ছে করলে কাউকে চিনি, চাল ও রান্না করার তেল দিতে পারবেন।