মোশাররফ করিমের সাথে মিম চৌধুরী ও মিমি!

বেশ শ্রম দিয়ে ইমরান হাওলাদারকে নাটকটির নির্মাণের কাজ শেষ করতে হয়েছে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাথে একই নাটকে একসাথে অভিনয় করেছেন মিম চৌধুরী ও অনিন্দিতা মিমি।

জুয়েল এলিনের রচনা ও ইমরান হাওলাদারের পরিচালনায় তারা দু’জন মোশাররফ করিমের সাথে ‘হারামখোর’ নাটকে অভিনয় করেছেন। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ও একটি সেক্টরের বস্তিতে।

মোশাররফ করিম বলেন, ‘গল্পটা ভালো লেগেছে আমার কাছে। আর মিম ও মিমি দু’জনই ভালো করার চেষ্টা করেছে। আমি যথারীতি ওদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি।

আমার চরিত্রটি একেবারেই ভিন্ন। আশা করছি ভালো লাগবে দর্শকের।’ পরিচালক জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে ও পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

ইমরান ও কণার গাওয়া ‘আর হৃদয় একটা আয়না’ গানে মডেল হয়ে আলোচনায় এসেছিলেন অনিন্দিতা মিমি। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

এদিকে মিম চৌধুরী দীর্ঘদিন ধরেই নাচ ও অভিনয়ের সাথে সম্পৃক্ত। সম্প্রতি শেষ হলো তার অভিনীত বাংলাভিশনে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন-টু’।

এদিকে গেল ২৬ জানুয়ারি জাতীয় কাস্টমস দিবসে একই দিনে দেশের ছয়টি চ্যানেলে নানান সময়ে প্রচার হয় মোশাররফ করিম অভিনীত এস এ হক অলিক

পরিচালিত নাটক ‘স্বর্ণমানব-৫’। এতে মোশাররফ করিমের সাথে আরো অভিনয় করেছিলেন তারিন জাহান, রুনা খানসহ আরো অনেকে। গেল ভালোবাসা দিবসে মোশাররফ করিম অভিনীত বিশেষ নাটক ছিল মাইদুল রকিব পরিচালিত ‘চৌধুরী’।

এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন আনিকা কবির শখ। একই পরিচালকের ‘গ্যাংস্টারের বিয়ে’ নাটকটিতেও মোশাররফ করিমের অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

দিন দিন নাটকটির ভিউ বেড়েই চলেছে। মাইদুল রকিবেরই মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির ‘ওয়েট’ নাটকটিও নতুন করে আবারো আলোচনায় এসেছে।

এই নাটকে দু’জনের অনবদ্য অভিনয় মুগ্ধতা ছড়াচ্ছে। মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘হালদা’, ‘কমলা রকেট’ ইত্যাদি।