সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছেন ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের আসরের ফাইনালে প্রথম খেলা মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেয় কুমিল্লা। এমন প্রাপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিক নাফিসা কামাল বেশ উচ্ছ্বসিত। সেইসাথে দলের সকল খেলোয়ারদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।






শিরোপা নিজেদের করে নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নাফিজা। নিজ দলের খেলোয়ারদের নিয়ে দিয়েছেন একাধিক পোস্ট। সেই ধারাবাহিকতায় বুধবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে মইন আলীর সাথে একটি ছবি পোস্ট করেন নাফিজা কামাল। ক্যাপশনে এই ক্রিকেটারের উদ্যেশ্যে লিখেছেন, ‘সেরা ক্রিকেটার এবং একজন সত্যিকারের ভদ্রলোক।’
টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে রেকর্ড চারবার শিরোপা জয়ের পর বিপিএলে নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি মালিক নাফিসা কামাল জানিয়েছিলেন, এবারের বিপিএলের জন্য আমি গত অক্টোবর মাসে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সাইন করেছি, এটা অন্য দলগুলো হয়তো ভাবতেও পারবে না। আমরা অনেক লম্বা চিন্তা করি এবং আমাদের নেটওয়ার্ক এখন অনেক শক্ত।






দলের পরিকল্পনা নিয়ে নাফিজা কামাল বলেন, আমি একা নই, কোচ ও অধিনায়ক দুজনই আমাদের সঙ্গে ২০১৫ সাল থেকে আছেন। সুনিল নারাইনও ২০১৫ সাল থেকেই আছেন। শুধু দেশি-বিদেশি খেলোয়াড় নয়; কোচিং স্টাফ, টিম স্টাফ সবাই অনেক দিন থেকে একসঙ্গে আছেন। এটা ব্যতিক্রম। টিম ব্র্যান্ডিং, বিপিএলে আমাদের উপস্থিতি অনেক শক্ত।