দ্বিতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বুধবার (২২ ফেব্রুয়ারি) তার সঙ্গে বৈঠকে বসে আলোচনা সেরেছে বিসিবি। হাথুরুর সঙ্গে কাজ করতে দুজন সহকারী নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা ছিল বিসিবির। তা নিয়ে বিজ্ঞাপন দিয়েছে তারা। বিসিবির আশা বিদেশিদের পাশাপাশি দেশিরাও আগ্রহ দেখাবে।






বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দেশি-বিদেশি যারাই আগ্রহী তারা যেন আবেদন করে। আমরা যখন এ রকম বিজ্ঞাপন দেই, সাধারণত বিদেশিরাই আবেদন করে। কিন্তু এবার আমরা চাচ্ছি দেশি কেউ আগ্রহী থাকলে যেন আবেদন করে।’ সহকারী করা না গেলেও বিকল্প কোনো জায়গায় নেওয়ার আশ্বাসও দিয়েছেন বিসিবিপ্রধান।






আসন্ন ভারত বিশ্বকাপে ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন না পাপন নিজেও। তার মতে, ‘আমাদের সেমিতে যাওয়া উচিত। এটা হলো প্রথম ধাপ আমাদের লক্ষ্য সেট করা, তারপর পরের ধাপ।’